স্ত্রীর জমানো ১২ লাখ টাকায় অসচ্ছলদের ত্রাণ দিচ্ছেন পারভেজ বেপারী বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মে ১৯, ২০২০ মুন্সীগঞ্জে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া মানুষকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে থেকে ও স্ত্রীর জমানো ডিপোজিটের ১২ লাখ টাকা খরচ করে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন বলে জানিয়েছেন সদর উপজেলার রামপাল ইউনিয়নের সমাজ সেবক ও সাংবাদিক মো: পারভেজ বেপারী। সোমবার রামপালে ত্রাণ বিতরণের সময় তিনি বলেন, কিছু লোক ভাবছে আমি এত ত্রাণ দিচ্ছি, টাকা আসছে কোথা থেকে তাই এসব তথ্য সবার জানা উচিৎ। অন্ধকার কেটে যাবে। মানুষ খুব শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরবে। কিন্তু যারা এই খারাপ সময়ে মানুষের পাশে ছিলেন তাদের মানুষ আজীবন মনে রাখবে। তিনি বলেন, এ কাজে আমাকে উৎসাহ বা অনুপ্রেরণা দিয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন ও তার সহধর্মিণী তাসলিমা কুইন। মানুষের পাশে ছিলাম এবং থাকবো। SHARES আরও পড়ুন শ্রীনগরে ধান বীজতলায় ব্যস্ত কৃষক সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন – ২০২১ অনুষ্ঠিত