সিরাজদিখানে শিশু ধর্ষণ চেষ্টার মামলা আসামী গ্রেফতার আরিফ হোসেন হারিছ বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০ সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ২২ ডিসেম্বর রাত ১টা ১০ মিনিটে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রাম থেকে মৃত মালেক বেপারীর ছেলে আসামী আওলাদ হোসেন (৫২) কে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মামুন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই মো: ইমরান খান, এএসআইএস হাসিবুল হাসান, এএসআই মাহমুদুল হাসান, ফোর্স সহ অভিযান চালিয়ে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মামুন মিয়া জানান মামলার পর থেকে আসামী পলাতক ছিলো।আসামীকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। তথ্যপ্রযুক্তির সর্ব উচ্চ ব্যবহার করে মোবাইল ট্রাকিং করে গ্রেফতার করে বিচারের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করি। SHARES আরও পড়ুন সিরাজদিখানে দুর্ধর্ষ মোবাইল চোর গ্রেফতার মুন্সীগঞ্জে সবজির ব্যাগের মধ্যে গাজা, আটক ১