সিরাজদিখানে ভূমি অফিসে আগুন পোড়লো গুরুত্বপূর্ণ. নথি বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২০ শহীদ শেখ (পাখি) মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজলা ভূমি অফিস আগুন লেগে পোড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসিল্যান্ডের কক্ষে এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। তবে নথির পাশাপাশি আগুনে পোড়ে গেছে একটি ল্যাপটপ,ফ্যান, জানালার পর্দা, একটি ফোন,টিভি,প্রয়োজনিয় কাগজপত্র। এতে কোনা হতাহতের ঘটনা ঘটনি । আগুন নিয়ন্ত্রণে আনে নৈশ প্রহরী। শ্রীনগর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ হয়েছে দেখে চলে যায়। ভূমি অফিসের নৈশপ্রহরী মাসুদ বলেন, একজন আমাকে দেখাচ্ছে এসিল্যান্ড স্যার এর রুমে ধোঁয়া । রবিবার ২০ ডিসেম্বর সকাল ৮ টায় স্যারের দরজা খুলে দেখি আগুন লাগছে। পরে আমি আগুন পুরাপুরি নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত এসি থেকে হতে পারে। উপজলা সহকারী কমিশনার(ভূমি) আহম্মেদ সাব্বির সাজ্জাদ বলেন, অফিস থেকে আমাকে আগুনের খবর সকাল ৮ টা ১০ মিনিট জানানো হয়। আপনাদের কে বিস্তারিত একটু পর জানাবো। SHARES আরও পড়ুন আড়িয়াল বিলের কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতারা রাড়িখালে সবুজ গ্রাম ঐক্য সংগঠনের উদ্যোগেঅসহায়দের মাঝে নিত্য সামগ্রী বিতরন।