সবুজ কুঁড়ি বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপন বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২০ বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রকৃতিকে রক্ষায় টঙ্গীবাড়িতে বৃক্ষরোপন কর্মসূচি করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ কুঁড়ি বাংলাদেশ। শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টঙ্গীবাড়িতে বিভিন্ন এলাকায় ৩০ টি বনজ ও ফলজ বৃক্ষরোপন করা হয়।এতে উপস্থিত ছিলেন সবুজ কুঁড়ি বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সদস্য সংগঠক এম. মিজান সরদার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াহিদ মল্লিক জনি,রনি বেপারী , আবদুস সালাম, দুলাল সরদার, রবিন মজুমদার প্রমুখ। মিজান সরদার জানান, বিশ্ব পরিবেশ দিবসে আমাদের অঙ্গিকার করা উচিত দেশের পরিবেশ রক্ষার্থে কাজ করার। সবুজ কুঁড়ি বৃক্ষরোপন কর্মসূচি ও পরিবেশ রক্ষার্থে বিভিন্ন কর্মকান্ড করে যাচ্ছে। SHARES আরও পড়ুন গুলির দুর্বিষহ যন্ত্রনায় এখনো ভুগছে ছাত্রদল নেতা সিরাজ বানভাসি মানুষের পাশে তানভীর ইসলাম খান