শ্রীনগরে হাঁসাড়ায় ন্যায্য মূল্যে টিসিবি’র পন্য বিক্রি বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৬:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২১ শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে ন্যায্য মূল্যে পন্য বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষের নির্দেশক্রমে মঙ্গলবার দুপুরে হাঁসাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ও আলমপুরে টিসিবি’র এসব পন্য বিক্রি করা হয়। এ সময় হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন উপস্থিত থেকে তদারকি করেন। জানা গেছে, প্রতি কেজি চিনি, ডাল ও ছোলা ৫৫ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা, পেঁয়াজ ২০ টাকা ও খেজুর ৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। হাঁসাড়া ইউনিয়নের শতাধিক নারী ও পুরুষ ক্রেতা এসব পন্য ক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, উপজেলার বিভিন্ন পয়েন্টে ন্যায্য মূল্যে ট্রাকসেলের মাধ্যমে টিসিবি’র পন্য বিক্রি অব্যাহত রয়েছে। আগামী ২৬ আগষ্ট পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। শ্রীনগর,মুন্সীগঞ্জ ২৭/০৭/২১ইং SHARES আরও পড়ুন শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনে শ্রীনগর প্রেসক্লাবে জরুরী সভা শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন