শ্রীনগরে সৈয়দ নাসির পরিবারের পক্ষ থেকে গরীব অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, মে ৮, ২০২১ সুমন হোসেন শাওন: মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার দেউলভোগ গ্রাম সৈয়দ নাসির উদ্দিন ও তার পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় গরীব অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুর দুই টায় দেউলভোগ সবুজ হাটি গ্রামে মরহুম ডাক্তার জলকদর ওরফে আব্দুর রহমানের ছেলে সৈয়দ নাসির উদ্দিন ও তার পরিবার প্রতি বছরের ন্যায় গরীব অসহায়দের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য এবছর পাঁচশত পরিবারের মাঝে সেমাই চিনি এবং কচিকাঁচা কোমলমতি একশত শিশু-কিশোর-কিশোরীদের মাঝে ঈদের নতুন জামা উপহার দেন। এসময় সার্বিক সহযোগিতায় খোকন, বুলেট, মাসুদ, হাসিনা ও স্মরণিকা প্রমুখ। সৈয়দ নাসির উদ্দিন বিতরণকালে বলেন, আমার মা বাবার রুহের মাগফিরাত কামনায় প্রতি বছরই আমি ও আমার পরিবার গরীব অসহায় পরিবার ও তাদের কচিকাঁচা বাচ্চাদের সাথে ঈদ আনন্দ ভাগ করে নিতে এই আয়োজন। SHARES আরও পড়ুন শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনে শ্রীনগর প্রেসক্লাবে জরুরী সভা শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন