শ্রীনগরে সুরাইয়া পাঠাগার পরিদর্শনে সচিব দুলাল কৃষ্ণ সাহা বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ তাইজুল ইসলাম উজ্জল:শ্রীনগরে সুরাইয়া পাঠাগার পরিদর্শন করেছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব দুলাল কৃষ্ণ সাহা।শুক্রবার বিকালে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামাড়গাও এলাকায় অবস্থিত শুভ্র প্রকাশ স্কুলের সুরাইয়া পাঠাগার পরিদর্শন করেন তিনি।পরিদর্শন কালে সচিব দুলাল কৃষ্ণ সাহা পাঠাগারের প্রতিষ্ঠাতা সুরাইয়া মনোয়ারের এরূপ উদ্যোগে সাধুবাদ জানান এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রহিমা আক্তার,ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি-বর্গ। উল্লেখ্য, সুরাইয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা সুরাইয়া মনোয়ার ২০২০সালে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মুন্সীগঞ্জে সেরা জয়ীতা পুরুস্কার প্রাপ্ত হয়েছেন।তিনি তার নিজস্ব অর্থায়নে সুরাইয়া পাঠাগার প্রতিষ্ঠা করেছেন। SHARES আরও পড়ুন ভাগ্যকুল স্কুলে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাগমারায় ১০টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত