শ্রীনগরে লকডাউনের ৬ষ্ঠ দিনে ১৬ মামলা বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১ শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে ১৬টি মামলায় ৮ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দিনব্যাপী শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষের নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী ও কেয়া দেবনাথ পৃথক পৃথকভাবে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন। এ সময় চলমান লকডাউন আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকগণ। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ বলেন, করোনা মোকাবেলায় সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনী মাঠে কঠোর অবস্থানে রয়েছে। উপজেলা ব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। শ্রীনগর,মুন্সীগঞ্জ ২৮/০৭/২১ইং SHARES আরও পড়ুন শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনে শ্রীনগর প্রেসক্লাবে জরুরী সভা শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন