শ্রীনগরে মহিলা ইউপি সদস্য ছবেদা খাতুন আর নেই বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুন ১০, ২০২১ শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছবেদা খাতুন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে ইউনিয়নের কল্লিগাঁও নিজ বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময়ে তার মৃত্যু হয়। ছবেদা খাতুন কল্লিগাঁও গ্রামের মরহুম মোকাজ্জল হোসেনের স্ত্রী। মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে। পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন বাদ যোহুর কল্লিগাঁও জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা নামাজ শেষে একই উপজেলার ষোলঘর এলাকার ভূঁইচিত্র কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনরা মরহুমার রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। শ্রীনগর,মুন্সীগঞ্জ ১০/০৬/২১ইং SHARES আরও পড়ুন শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনে শ্রীনগর প্রেসক্লাবে জরুরী সভা শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন