শ্রীনগরে বাগানবাড়ি ঐক্য সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০ শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : শ্রীনগর উপজেলায় বাগান বাড়ি ঐক্য সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার সকাল ১০টায় রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বাগানবাড়ি এলাকার বন্যা দুর্গত অর্ধশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনটির সভাপতি মোঃ শরিফ সরদার বলেন, আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার,আমাদের যতটুকু সম্ভব হয়েছে তা নিয়ে বন্যার পানি বন্দি মানুষের পাশে দারিয়েছি।এতে আমরা অনেক আনন্দিত। প্রত্যেক ধনী ব্যক্তিদের উচিৎ অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করা। খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেছেন সংগঠনটির সদস্য রাজিব সরদার,সজিব, রয়েল মোল্লা,রবিন মোল্লা, মোঃ রাসেল, ইমন, আশিক, এবাদত প্রমুখ। SHARES আরও পড়ুন শ্রীনগরে মাহী বি চৌধুরী এমপি’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ ভাগ্যকুলে সবুজ কুঁড়ি বাংলাদেশের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন