শ্রীনগরে প্রসূতির মৃত্যু বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৬:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২১ শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে সিজারের মাধ্যমে বাচ্চা প্রসবের পর ঢাকার যাত্রাবাড়ি এলাকার একটি ক্লিনিকের আইসিইউতে এক প্রসূতির মৃত্যু হয়েছে। গত ২৬ জুলাই সোমবার রাতে এই ঘটনা ঘটে। প্রসূতির স্বজন সূত্রে জানা যায়, উপজেলার দেউলভোগ এলাকার সাউথ আফ্রিকা প্রবাসী অহিদুল ইসলাম অহিদের স্ত্রী সানজিদা আক্তারকে (২৮) সন্তান প্রসবের জন্য ফেমাস জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাত ১০ টার দিকে সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সানজিদা আক্তার একটি কন্যা সন্তান প্রসব করে। এ সময় সানজিদার অক্সিজেনের মাত্রা কমে গেলে তাকে দ্রুত যাত্রাবাড়ির একটি ক্লিনিকের আইসিইউতে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সানজিদার বাবার বাড়ি একই উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের চূড়াইন গ্রামে। ফেমাস হাসপাতালের কর্ণধার মো. আমিনুল ইসলাম জানান, সানজিদা তাদের হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করে। এখানে আইসিইউ সাপোর্ট না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেননি। শ্রীনগর,মুন্সীগঞ্জ ২৭/০৭/২১ইং SHARES আরও পড়ুন শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনে শ্রীনগর প্রেসক্লাবে জরুরী সভা শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন