শ্রীনগরে নতুন ১৯ জনের করোনা শনাক্ত বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১ শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে একদিনে নতুন করে ১৯ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট ৬৪২ জন নারী পুরুষের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬০৮ জন। মারা গেছেন ৭ জন। সোমবার দুপুরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক এসব তথ্য নিশ্চিত করেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে বাধ্যতামূলক মাস্ক ব্যাবহার করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন তিনি। শ্রীনগর,মুন্সীগঞ্জ ০৫/০৭/২১ইং SHARES আরও পড়ুন শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনে শ্রীনগর প্রেসক্লাবে জরুরী সভা শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন