শ্রীনগরে চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মে ১৮, ২০২০ হাসান রহমান : মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ এর পক্ষ থেকে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা পরিবারদের মাঝে ইদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার সকালে ভাগ্যকুল ইউনিয়নের ৮৫০টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ৮ কেজি চাল,২ কেজি আলু, আধা কেজি চিনি, এক প্যাকেট সেমাই।এসময় উপস্থিত ছিলেন শুভ্র প্রকাশ বিশেষ স্কুলের সভাপতি সুরাইয়া মনোয়ার। ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ জানান, সরকারী বেসরকারী মিলে তার ইউনিয়নের গরীব অসহায় মানুষগুলো যে সহায্য পেয়েছেন তাতে তাদের সাময়িক চলার মতো ব্যবস্থা হয়ে যাবে।তাই নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী উপহার দিচ্ছি। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে তার ইউনিয়নের একটি পরিবারও যেন খাদ্যের অভাবে কষ্ট না করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে সারাদেশে ত্রানের চাল চুরির খবর ভাইরাল হচ্ছে সেখানে ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতের তার নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করে প্রশংসা পাচ্ছে। SHARES আরও পড়ুন গুলির দুর্বিষহ যন্ত্রনায় এখনো ভুগছে ছাত্রদল নেতা সিরাজ বানভাসি মানুষের পাশে তানভীর ইসলাম খান