শ্রীনগরে চাল ও নগদ অর্থ বিতরণ বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২১ শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি করে (ভিজিএফ) চাল ও ৫০০ করে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রোববার সকালে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ হতে এই কর্মসূচির আওতায় ইউনিয়নের ২৫০টি অসহায় পরিবারকে চাল ও ৫৫০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউপি সদস্য মো. ইদ্রীস আলী শেখ, ট্যাগ অফিসার ও উপজেলা যবু উন্নয়ন অফিসার আবদুল বাকী, ইউপি সদস্য ইউনুছ খান, সোলায়মান খান, মো. কাইয়ুম মিন্টু, রতন কান্তী বাবুল চৌধুরী, ফরিদা ইয়াসমিন, জাকিয়া সুলতানা রোজী, রেখা বেগম ও মো. সাজন প্রমুখ। কুকুটিয়া ইউপি চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু জানান, শ্রীনগর উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার উপহার বিতরণ করা হচ্ছে। এছাড়াও একই দিনে ইউনিয়নের ১২০ জনের প্রত্যেককে ৩০ কেজি করে ভিজিডি’র চাল দেওয়া হয়েছে। শ্রীনগর,মুন্সীগঞ্জ ২৭/০৬/২১ইং SHARES আরও পড়ুন শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনে শ্রীনগর প্রেসক্লাবে জরুরী সভা শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন