শ্রীনগরে চলমান লকডাউনের শেষ দিনে ৬ মামলা বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৭:৩৪ পূর্বাহ্ণ, আগস্ট ১১, ২০২১ শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের শেষ দিনে ৬টি মামলায় মোট ৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ শ্রীনগর বাজারসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে আইন ভঙ্গকারীদের জরিমানা করেন। এ সময় বাংলাদেশ সেনা বাহিনী, পুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়াও মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার ভাগ্যকুল এলাকার মাঠপাড়ায় ড্রেজারের পানিতে বসতবাড়ি জলাবদ্ধতার অভিযোগে ও শ্রীনগর-দোহার সড়কের কামারগাঁও এলাকায় রাস্তা ভেদ করার অভিযোগে অবৈধ ড্রেজার পাইপ লাইন ২টি উচ্ছেদ করেন ইউএনও প্রণব কুমার ঘোষ। শ্রীনগর,মুন্সীগঞ্জ ১০/০৮/২১ইং SHARES আরও পড়ুন শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনে শ্রীনগর প্রেসক্লাবে জরুরী সভা শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন