শ্রীনগরে কঠোর লকডাউনের চতুর্থ দিনে ২০টি মামলা বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১ শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের চতুর্থ দিনে আইন ভঙ্গ করার অপরাধে ২০টি মামলা হয়েছে। রোববার উপজেলার বিভিন্ন স্থানে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষের নেতৃত্বে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুর রহিম সুজন ও কেয়া দেবনাথ পৃথক পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট বিচারকগণ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লকডাউন নিষেধাজ্ঞা ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানার মোট ৬ হাজার ৭শ’ টাকা আদায় করেন। এ সময় শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞাসহ বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রীনগর,মুন্সীগঞ্জ ০৪/০৭/২১ইং SHARES আরও পড়ুন শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনে শ্রীনগর প্রেসক্লাবে জরুরী সভা শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন