শ্রীনগরে এলাকাবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ মুন্সিগঞ্জ শ্রীনগরে রাড়িখালে একটি ইটের ছলিং রাস্তা সংস্কারে, স্থানীয় জন প্রতিনিধিকে বারবার অনুরোধ করে ব্যর্থ হয়ে, এলাকাবাসী নিজেদের অর্থায়নে সড়ক সংস্কার করছে। রাড়িখাল মাদ্রাসা হতে উওরণ যুব সংগের প্রায় এক কিলোমিটার সংযোগ সড়কটি দীর্ঘ দশ বছর আগে ইটের ছলিং হলেও অদ্যবধি কোন প্রকার পিচ ঢালাই না হওয়ায়, বন্যাও জনতার চলচলের কারনে ইটের সলিন খুলে পরলে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্তমানে রাস্তাটির এমন বেহাল অবস্থা যে পায়ে হেটে চলাচল ছাড়া মোটরসাইকেলও রিক্সা চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলে ইটের ছলিং পিচ্ছিল হয়ে পরে, ফলে এই এলাকার কয়েক হাজার লোক জীবনের ঝুকি নিয়ে তাদের নিত্বদিনের কাজকর্ম ও স্কুলকলেজে যাতায়াত করে। রাড়িখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজোয়ান হোসেন ঢালী জানান,রাড়িখাল মাদ্রাসা হতে রাড়িখাল উওরণ যুবসংগ পর্যন্ত প্রায় এক কিলো মিটার রাস্তাটি পিচ ঢালাই করেদিবে বলে বর্তমান চেয়ারম্যান বারেক খানের নির্বাচনী ওয়াদা ছিলো কিন্তুু বিগত পাঁচ বছরেও তিনি তা করতে ব্যর্থ হন।ইউনিয়নটির যুবলীগের সাংগঠনিক সম্পাদক মালেক খাঁন জানান,আমরা রাস্তাটি পুনঃসংস্কারের জন্য বার বার স্থানীয় জন প্রতিনিধির কাছে অনুরোধ করে ব্যর্থ হই ফলে নিরুপায় হয়ে এলাকার জনতার কাছে আর্থিক সাহায্যের আবেদন করলে তারা ইতিবাচক সারা দিলে আমরা এই রাস্তাটির সংস্কারে কাজ আরম্ব করি। তিনি আরো বলেন, দির্ঘ্য দশ বছর অন্তত কয়েক বার চেয়ারম্যান ও মেম্বারকে অনুরোধ করলেও তারা এই প্রজেক্ট দিয়ে দিচ্ছি আজ নয় কাল বলে নানান তালবাহানা করে বছর গুলো পার করেন। স্থানীয় সমাজ সেবক ও বিএনপি থেকে চেয়ারম্যান পদে নির্বাচনকারী সোলায়মান খান বলেন,চেয়ারম্যান মেম্বরদের রাস্তাটি সংস্কারের বার বার অনুরোধ করে ব্যর্থ হয়ে, আমরা দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও জনতার জনদুর্ভোগের নিরসনের জন্য এই পরিকল্পনা হাতে নিয়েছি। অপেক্ষা করতে করতে নির্বাচন চলে এলেও স্থানীয় জনপ্রতিনিধি কোন প্রকার কর্ণপাত না করায় আজ এলাকাবাসী নিজেরাই রাস্তাটি সংস্কার করছে। বর্তমান চেয়ারম্যান বারেক খান বারি কাছে রাস্তাটির পুনঃসংস্কারের ব্যাপারে জানতে চাইলে তিনি জানান,আমি এব্যাপারে কিছু জানিনা আমার কোন কথাও নাই। SHARES আরও পড়ুন শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনে শ্রীনগর প্রেসক্লাবে জরুরী সভা শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন