শ্রীনগরে ইউপি চেয়ারম্যান প্রার্থীর আলোচনা সভা বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১ শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম (হাসু) মোল্লা স্থানীয় জনগণের সাথে আলোচনা সভা করেছে।উপজেলায় আসন্ন রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এ আলোচনা সভা করেন তিনি। শুক্রবার সন্ধায় উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালাশুর বৌ-বাজার এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঢ়ীখাল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলমগীর মোল্লার সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নজরুল বেপারী, এনামুল হক, কুদ্দুস বেপারী, কাশেম বেপারী, মিজান বেপারী, হাজী সামসুল ঢালী,হাজী লুৎফর মোল্লা,হাজী আব্দুর রশীদ খান, কামাল মৃধা, তাজল সরদার, আক্কাস মোল্লা, আক্তার মোল্লা,হুমায়ূন কবির,স্বপন ইসলাম,জুলহাস সহ আরো অনেকে। এসময় রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক এ সাধারণ সম্পাদক আসন্ন রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। SHARES আরও পড়ুন শ্রীনগর উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনে শ্রীনগর প্রেসক্লাবে জরুরী সভা শ্রীনগরে শহীদ মুনীর-শহীদ আজাদ স্মৃতি পাঠাগার উদ্বোধন