রোজিনা ইসলামের মুক্তির দাবিতে বিক্রমপুর প্রেসক্লাব ও লৌহজং প্রেসক্লাবের মানববন্ধন বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, মে ২১, ২০২১ শ্রীনগর প্রতিনিধিঃপ্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্রমপুর প্রেসক্লাব ও লৌহজং প্রেসক্লাবের যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে হলদিয়া বাজারে বিক্রমপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খানের সভাপতিত্বে ও লৌহজং প্রেসক্লাবের সভাপতি ও বিক্রমপুর প্রেসক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় এ সময়ে বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান, লৌহজং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিকদার, রুবেল ইসলাম তাহমিদ, সুশাসনের জন্য নাগরিক(সুজন)-এর মুন্সীগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডা. মাসুম খান ডালু, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক মো. অমিত খান, সাংবাদিক রফিকুল ইসলাম, শাহ নেওয়াজ খান শানু, শহীদ সুরুজ, মুজাহিদুল ইসলাম বায়েজিদ, মো. শুভ হোসেন, রমি আক্তার, ফরহাদ হোসেন জনি, কেএম রাজু আহমেদ, আরিফুল ইসলাম শাকিল, শহীদ শেখ, রুবেল মাদবর, মেহেদী হাসান সুমন, শফিকুল ইসলাম তাপস, সাইফুল ইসলাম শিপুসহ আরো অনেকেই। SHARES আরও পড়ুন রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবীতে শ্রীনগর প্রেস ক্লাবের মানববন্ধন রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্তাকারীদের বিচারের দাবীতে শ্রীনগর প্রেস ক্লাবের মানববন্ধন