মুন্সীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে ৫ জয়ীতাকে সম্মাননা প্রদান বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২০ মুন্সীগঞ্জে ৫ জয়ীতাকে সম্মাননা প্রদান আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা পর্যায়ে ৫ জন নারীর হাতে জয়ীতার পুরস্কার তুলে দেয়া হয়। জয়িতাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছেঃ ১। অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ২। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ৩। সফল জননী নারী ৪। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাড়িঁয়েছেন যে নারী। ৫। সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী। “সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী “ ক্যাটাগরিতে সুরাইয়া মনোয়ার মুন্সীগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা উপাধি পেয়েছে । যার সম্মাননা স্বারক হাতে তুলে দেন মুন্সীগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার SHARES আরও পড়ুন ধর্ষণের অভিযোগ করায় স্কুল ছাত্রীর বাড়ির সামনে ধর্ষকের লোকজনের মহড়া সাতক্ষীরায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।