মুন্সিগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের ফ্রী এ্যাম্বুলেন্স সহায়তা বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২০ পাথওয়ে উদ্যোগে মুন্সীগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের ফ্রী এ্যাম্বুলেন্স অনুষ্ঠানের মাধ্যমে চালু করা হয়েছে।মঙ্গলবার দুপুর ১ টায় শ্রীনগর উপজেলার রাঢীখাল ইউনিয়নে দামলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্নে অনুষ্ঠান হয়।এ অনুষ্ঠান শেষে পাথওয়ে ও মীর ফাউন্ডেশন উদ্যোগে অসহায় – দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা বেগম।পাথওয়ে সামাজিক সংগঠনের উপদেষ্টা কর্নেল (অবঃ) মীর মোতাহার হাসান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. হেদায়েতুল ইসলাম ভুইয়া, পাথওয়ে নির্বাহী পরিচালক ইমারত হোসেন ইমু, রাঢীখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক, মীর ফাউন্ডেশনের সেক্রেটারী মীর আকবর আলীসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। আব্দুর রকিব SHARES আরও পড়ুন শ্রীনগরে মাহী বি চৌধুরী এমপি’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ ভাগ্যকুলে সবুজ কুঁড়ি বাংলাদেশের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন