দোহারে স্নেহা গোল্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১অনুষ্ঠিত। বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২১ ঢাকার দোহার উপজেলায় শাইনপুকুর বড় বাড়ির মাঠে ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। ‘সুস্থ দেহ সুস্থ মন খেলাধুলায় বাড়ে মনোবল মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যে শনিবার বিকেলে উপজেলার শাইনপুকুর এলাকার স্নেহা গোল্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় ৬৪ রান করে ৬৫ রানের টার্গেট দেয় বাঘরা ব্লাড ব্যাংক।ম্যান অব দ্যা ম্যাচ- রোহান(২ ওভার -২উইকেট-৪ রান) ফাইনালে মুখোমুখি হবে-টীম এভেন্জার্স অব মোল্লাকন্দা বনাম শ্রীনগর ব্লাড ব্যাংক। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন তিনি বলেন, মাদকমুক্ত ও সমাজিক অবক্ষয় থেকে রক্ষা পেতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে থাকতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত হতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তার হোসেন সাগর । আরো উপস্থিত ছিলেন সমাজসেবক শেখ জলিল , লিটন শিকদার, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম খান, ফেরদৌস মোল্লা (প্রবাসী), আলামিন, কাউসার, মিল্লাত হোসেন, রাকিব, জাকির খান,প্রমূখ। SHARES আরও পড়ুন অলিখিত ফাইনালে বাংলাদেশের হারের ময়নাতদন্ত একই ওভারে নাঈম-আফিফের বিদায়