ঘূর্ণিঝড় ‘বুলবুল’: ভোলায় ১৬০১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ১০:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯ ভোলায় ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ধেয়ে আসার কারণে ৬৬৮ সাইক্লোন সেল্টারসহ স্কুল-কলেজ মিলিয়ে ১৬০১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শনিবার দুপুর ১২টার মধ্যে সব নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। তিনি জানান, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষ আসতে শুরু করেছে। ৬৬৮ সাইক্লোন সেল্টারসহ স্কুল-কলেজ মিলিয়ে ১৬০১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয় নেয়াদের জন্য শুকনো খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এদিকে রেডক্রিসেন্ট ও সিপিপি কর্মীরা সবাইকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং অব্যাহত রেখেছেন। ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে সব মসজিদের মাইকেও একই প্রচার করা হয়। ১০ নম্বার বিপদ সংকেতের আওতায় রয়েছে ভোলা। SHARES আরও পড়ুন শ্রীনগরে মাহী বি চৌধুরী এমপি’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ ভাগ্যকুলে সবুজ কুঁড়ি বাংলাদেশের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন