কাটাকাটি কাটাকাটি,রফিক হেলাল। বাংলা টাইমস বাংলা টাইমস বার্তা ডেস্ক প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯ কাটাকাটি কাটাকাটি *****************- সংজ্ঞা লিখতে চাই, ‘জীবনের’ খুঁজে ফিরি জীবনের আদ্যপান্ত, চাওয়া পাওয়ার হিসাব করি হিসাব মেলেনা, চাহিদা অফুরন্ত। যতখানি চাই ,ভরেনা মন,চাই আরও আলেয়ার পিছে ছুটে মিছে ক্লান্ত, প্রয়োজন মিটলেও, ছুটি অবিরাম দ্বিগবিদ্বিগ না বুঝে চলে হই বিভ্রান্ত। অবশেষে সংজ্ঞা মেলেনা জীবনের শুরু হয় এধার থেকে ওধার ছুটাছুটি, লেখা হয়না জীবনের সঠিক সংজ্ঞা অতঃপর সব কাটাকাটি কাটাকাটি । স্বার্থকতা খুঁজতে চাই,’জীবনের’ জন্ম থেকে মৃত্যু অবধি কত অর্জন, ভাল কতটুকু গ্রহন করি আর মন্দ কতটুকু করি বর্জন। পাপ কত করি, আর কতটুকু পূণ্য, যোগ বিয়োগে জীবনের পাতা শেষ ফলাফল পাই অবশেষে শূণ্য। পূণ্যের চেয়ে পাপের বোঝা অতি ভারী তবে কেন পাগলের মত এত ছুটাছুটি ? কি লাভ ? আর কোথায় স্বার্থকতা ? হিসাব মেলেনা, শুধু কাটাকাটি কাটাকাটি। ————— রফিক হেলাল ১৫/১০/২০১৯ SHARES আরও পড়ুন শ্রীনগরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আনন্দ র্যালীর আয়োজন শ্রীনগরে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও মাস্ক বিতরন